লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাজধানীর লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকার ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান, ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় দুপুর দেড়টার দিকে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাত ইউনিট যোগ দিয়ে ১১ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।