Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রাজধানীতে চাঁদাবাজির সময় র‍্যাবের জালে ধরা ৩ সন্ত্রাসী

সংগৃহীত
রাজধানীর মিরপুরের তিন শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মিরপুরের ফোর স্টার গ্রুপের সক্রিয় সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের।

দীর্ঘদিন ধরেই অস্ত্রের মুখে চাঁদাবাজি করে আসছিল এই ৩ শীর্ষ সন্ত্রাসী। মিরপুরের বেড়িবাধ এলাকায় চাঁদাবাজির সময় র‍্যাবের জালে আটকা পড়ে তারা। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, নগদ টাকা ও বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে বলে দাবি র‍্যাবের।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফাইজুর রহমান মুক্তি, শারিক আহম্মেদ সুমন ও মোস্তফা কামাল বাপ্পি।

শুক্রবার দুপুরে র‌্যাব ৪ এর সদর দফতর সংবাদ সম্মেলনে জানায়, এসব ব্যক্তিরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তারা সবাই ফোর স্টার গ্রুপের সক্রিয় সদস্য।

র‍্যাব জানায়, আসছে নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা ছিল এই সন্ত্রাসীদের। গ্রেফতার হওয়া এই তিনজনের বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ বহু মামলা রয়েছে।

সম্পর্কিত খবর :