Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৭ জানুয়ারির পর সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। এখনধ অবরোধ চলমান রয়েছে।

এ সময় সদস্য সচিব জাবের বলেন, 'ওসমান হাদির খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মূল আসামি যাদের এখনও গ্রেফতার করা হয়নি, তাদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। খুনিদের বিচার করতে এই সরকার ব্যর্থ হলে তাদের আর সরকারের থাকার দরকার নেই। তারা পদত্যাগ করুক'।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, 'ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার প্রকৃত খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। এটি সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ'।

তিনি আরও বলেন, 'মামলার চার্জশিটে শুধু ফয়সাল করিম মাসুদের নাম অন্তর্ভুক্ত করা হলে তা গ্রহযোগ্য হবে না'। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে যারা রয়েছে তাদেরও আইনের আওয়তায় আনার দাবি জানান জাবের।

সম্পর্কিত খবর :