রাজধানীর পান্থপথে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের ওপর পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে পান্থপথের গ্রিনরোড এলাকায় এ ঘটনা ঘটে।
আজিজুর রহমান মুসাব্বিরের মৃত্যুর বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের এডিসি (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) ফজলুর রহমান।
পুলিশ জানিয়েছে, মুসাব্বিরেসঙ্গে থাকা আবু সুফিয়ান নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।আজিজুর রহমান মোসাব্বির ছিলেনঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, মুসাব্বিরের ওপর পাঁচ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়।