দুই হাজার টাকা চুরিকে কেন্দ্র করে মোহাম্মদপুরে জোড়া খুন: ডিএমপি
রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে দুই হাজার টাকা চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়েশা আক্তারকে (২০) ধরে ফেলেন গৃহকর্ত্রী লায়লা আফরোজা (৪৮)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মা-মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, দুই হাজার টাকা চুরি করে ধরা পড়ার পর গৃহকর্মী আয়েশার সঙ্গে লায়লা ফিরোজের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে লায়লাকে হত্যার উদ্দেশ্যে পর দিন বাসা থেকে ছুরি নিয়ে কাজে আসেন আয়েশা। সকালে লায়লা ফিরোজের সঙ্গে যখন ধস্তাধস্তি হচ্ছিল, তখন ঘুমে ছিলেন মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)।
গৃহকর্মীর সঙ্গে মায়ের ধস্তাধস্তিতে ঘুম ভেঙে যায় তার। সে তখন ইন্টারকমে দারোয়ানকে ঘটনা জানাতে যায়। পরে তাকেও হত্যা করেন আয়েশা।
এ ঘটনায় আয়েশার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তিনি জানান, স্বামী রাব্বী হত্যাকাণ্ডের পরে আয়েশাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করে।
উল্লেখ্য, বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর এলাকা থেকে আয়েশা ও তার স্বামী জামাল সিকদারকে (২৫) গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। জামাল একই এলাকার বাসিন্দা ও আয়েশা আক্তার নরসিংদীর সলিমগঞ্জ উপজেলার বাসিন্দা।
মা-মেয়েকে হত্যার ঘটনায় গত সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী আ জ ম আজিজুল ইসলাম। তিনি লায়লার স্বামী ও নাফিসার বাবা। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনও সময় এ হত্যাকাণ্ড ঘটে।