Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় বাংলাদেশ-ভারতের অধিনায়ক | ছবি: ভিডিও থেকে নেওয়া
বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। তবে ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও।

শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

ভারতের পক্ষে টস করতে নামেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ। এ সময় হাত মেলাননি দুই দলের প্রতিনিধি। তবে খেলোয়াড়দের হাত না মেলানোর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, টসের সময় দুই দলের প্রতিনিধি হাত মেলান।

আইপিএল থেকে বিসিসিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে বাদ দিয়েছে। ওই ঘটনায় নিরাপত্তা শাঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে। যার আঁচ ছোটদের বিশ্বকাপেও পড়েছে। তবে কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়।

বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।

সম্পর্কিত খবর :