রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা
রোমাঞ্চকর লড়াইয়ে আবারও রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। রোববার (১১ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জেতে কাতালানরা। এটি হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও প্রথম ৩৫ মিনিটে কোনো গোল হয়নি। ৩৬ মিনিটে রাফিনহার গোলেই এগিয়ে যায় বার্সেলোনা।
প্রথমার্ধের যোগ করা সময়ে জমে ওঠে ম্যাচ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। তবে এর দুই মিনিট পরই পেদ্রির পাস থেকে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন রবার্ট লেভান্ডোভস্কি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবার সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এবার গোল করেন স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। ৭১ মিনিটে ইয়ামালের শট ঠেকান রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। তবে এর এক মিনিট পরই রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এটিই ছিল ম্যাচে বার্সেলোনার জয়সূচক গোল।
শেষ দিকে রিয়াল কিছু সুযোগ পেলেও বার্সার গোলরক্ষকের দৃঢ়তায় আর গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
বার্সার হয়ে সাম্প্রতিক পাঁচ ম্যাচে রাফিনহার এটি সপ্তম গোল।