আফ্রিকান কাপে সেমিফাইনালে মিশর
রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিশর।
শনিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশর। ম্যাচের চতুর্থ মিনিটে ইমাম আশুরের পাস থেকে গোল করেন ওমর মারমুশ।
এরপর বল দখলে এগিয়ে থাকলেও আইভরি কোস্ট বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ৩২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ২-০ করেন মিশরের ডিফেন্ডার রামি রাবিয়া।
প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল দখলে রাখা আইভরি কোস্ট ৪০তম মিনিটে ব্যবধান কমায়। ইয়ান দিয়োমান্দোর ফ্রি কিক থেকে বল মিশরের ডিফেন্ডার আহমেদ ফাতেহের গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে স্কোর হয় ২-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায় মিশর। ৫২তম মিনিটে ইমাম আশুরের পাস থেকে গোল করেন অধিনায়ক মোহাম্মদ সালাহ, এতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।
৭৩তম মিনিটে গোলমুখের জটলা থেকে গুইলা দোয়ারে গোল করে আইভরি কোস্ট ব্যবধান কমালেও সমতায় ফিরতে পারেনি তারা। শেষ দিকে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।
এই হারের ফলে দুই বছর আগে ঘরের মাঠে শিরোপা জেতা আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায়।
অন্যদিকে, কম সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে মিশর। বুধবার সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে প্রতিপক্ষ দলে থাকবেন সালাহর ক্লাব সতীর্থ সাদিও মানে।