Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে চায় না বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

এদিকে শ্রীলঙ্কায় ভেন্যু না পেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে।

পিসিবি দাবি করেছে, তাদের সব আন্তর্জাতিক মানের মাঠ বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত।

এর আগে ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নিতে চায় না। পরে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, টিটোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’তে রয়েছে বাংলাদেশ। সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে।

সম্পর্কিত খবর :