‘বার্সায় ফেরা সম্ভব নয়’, গুঞ্জনের জবাবে ইনিগো
কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, জানুয়ারির দলবদলে ইনিগো মার্টিনেজআবার বার্সেলোনায় ফিরতে পারেন। তবে স্প্যানিশ এই ডিফেন্ডার নিজেই সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন। স্পষ্ট জানালেন, বার্সেলোনার বর্তমান আর্থিক বাস্তবতায় তার প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।
গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাস্র-এ যোগ দেন মার্টিনেজ। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই তার হঠাৎ বিদায় অনেকের কাছেই ছিল বিস্ময়কর।
এর আগের মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার দৃঢ় জুটি বড় ভূমিকা রাখে ক্লাবের লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে।
জানুয়ারির দলবদলে একজন ডিফেন্ডার নেওয়ার প্রয়োজনের কথা শোনা যাচ্ছে বার্সেলোনার পক্ষ থেকে। সেই প্রেক্ষিতেই ছড়ায় গুঞ্জন- মাত্র ছয় মাস পরই পুরোনো ঠিকানায় ফিরতে পারেন মার্টিনেজ। তবে সাংবাদিক জেরার্দ রোমেরোর সঙ্গে আলাপচারিতায় ৩৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাক সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন।
মার্টিনেজবলেন, ‘আমি বার্সেলোনায় ফিরতে পারব না। লাপোর্তার পক্ষে (বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা) এত অর্থ ব্যয় করা অসম্ভব।’
হাসতে হাসতে তিনি যোগ করেন, ‘সত্যি বলতে এখানে আমি খুবই খুশি। তবে বার্সেলোনাকে অবশ্যই মিস করি।’