Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

ছবি: সংগৃহীত

নানা শঙ্কা, উৎকণ্ঠা আর বিতর্কিত ঘটনার সঙ্গে অনেক আশা-প্রত্যাশ্যা নিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এবার জমকালো আয়োজনে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কাজনিত কারণে সেটি বাতিল করা হয়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট করে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় তারকারা।

বিসিবি সূত্রে জানা গেছে, দুই ভাগে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। রাজশাহী-সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ প্রদর্শিত হবে। বিপিএলের উদ্বোধন ঘোষণার সময় হবে প্রাথমিক আনুষ্ঠিকতা। এই সময় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শহিদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে।


শুরুতে কোরআন তিলওয়াত এবং সমন্বিত সুরে উপস্থিত সকলে কণ্ঠ মেলাবেন বাংলাদেশের জাতীয় সংগীতে। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ৩টায় মাঠে গড়াবে সিলেট-রাজশাহীর উদ্বোধনী ম্যাচ। বিসিবির কর্মকর্তা ও বিপিএলের গভর্নিং কাউন্সিল তা মাঠে উপস্থিত থেকে উপভোগ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে থাকছে নাচ ও গানের আয়োজন। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করবে।

সম্পর্কিত খবর :