Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৬৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে সেমেনিও

অ্যান্টনি সেমেনিও | ছবি: সংগৃহীত
বোর্নমাউথ ছেড়ে ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটি-তে যোগ দিলেন ঘানার উইঙ্গার অ্যান্টনি সেমেনিও। ক্লাবের এক ঘোষণায় জানানো হয়েছে, ৬৫ মিলিয়ন পাউন্ডে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে এসেছেন ২৬ বছর বয়সী এই আক্রমণভাগের খেলোয়াড়।

নতুন ক্লাবে যোগ দিয়ে সেমেনিও বলেন, ‘কোচ পেপ গার্দিওলা-র অধীনে ম্যানচেস্টার সিটি গত এক দশকে যে দাপট দেখিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য।’ তার ভাষায়, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। এখানে এসে নিজেকে আরও উন্নত করার সুযোগ পাব।’

তিনি আরও জানান, ক্যারিয়ারের এই সময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া তার জন্য একদম সঠিক সিদ্ধান্ত। ‘আমার সেরা ফুটবল এখনো সামনে’,—আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন তিনি।

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ-এ দুর্দান্ত ছন্দে আছেন সেমেনিও। ২০ ম্যাচে ১০ গোল করে তিনি বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

শনিবার এফএ কাপ-এর তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটি-র বিপক্ষে ম্যাচে সিটির জার্সিতে তার অভিষেক হতে পারে। এরপর ১৭ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড-র বিপক্ষে ডার্বি ম্যাচে প্রিমিয়ার লিগে প্রথমবার সিটির হয়ে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে, নীল জার্সিতে নতুন তারকা হিসেবে সেমেনিওর দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

সম্পর্কিত খবর :