Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সিলেটের বোলিং তাণ্ডবে ১১৪ রানে অলআউট রংপুর

সিলেট টাইটান্সের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি রংপুর রাইডার্সের ব্যাটাররা | ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেট টাইটান্সের বোলারদের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি রংপুর রাইডার্সের ব্যাটাররা। শুরু থেকে শেষ পর্যন্ত চাপে থাকা রংপুর দল অলআউট হয়েছে মাত্র ১১৪ রানে।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের আমন্ত্রণে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে রংপুর। সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আগে বোলিং করার সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দেন তার বোলাররা।

ইনিংসের প্রথম বল থেকেই রংপুরকে চাপে রাখে সিলেট। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই কাইল মায়ার্সকে ফিরিয়ে দেন সিলেটের বোলাররা। এরপর দ্রুতই ২৭ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ব্যর্থ হন অন্য ওপেনার ও আগের ম্যাচে ৯৭ রান করা তাওহিদ হৃদয়ও।

মাঝের ও শেষের দিকেও একই চিত্র দেখা যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ৬৭ রানে চতুর্থ উইকেট হারানোর পর ৭৬ রানে পড়ে পঞ্চম উইকেট। এরপর মাত্র ২০ রান যোগ করতেই আরও ৪ উইকেট হারিয়ে ১০০-এর আগেই অলআউট হওয়ার শঙ্কা জাগে।


শেষ পর্যন্ত সেই শঙ্কা কিছুটা দূরে রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ২৯ রানের ইনিংসেই ১০০ পেরোয় রংপুর। তবে রিয়াদ আউট হতেই ১১৪ রানে গুটিয়ে যায় রাইডার্স, হাতে তখনও ছিল ৫ বল। এটি ছিল রংপুরের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

রংপুরের ইনিংসে মাত্র ৪ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ। লিটন দাস করেন ২২ রান এবং ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে ১৭ রান। তিন ব্যাটার শূন্য রানে আউট হন।

সিলেটের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। দুজনই নেন ৩টি করে উইকেট। এছাড়া মঈন আলী নেন ২টি এবং সালমান ইরশাদ শিকার করেন ১টি উইকেট।

সম্পর্কিত খবর :