Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা টাইগার যুবাদের

ছবি: সংগৃহীত

জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে এগিয়ে ছিল তারা। দ্বিতীয় ম্যাচেও সাফল্যের ধারা ধরে রেখেছে যুব টাইগাররা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নামে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। ৩১ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রেহে দাঁড়ায় ১৩০ রান। জবাবে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় যুব টাইগাররা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রিফাত বেগ। ৭ বলে ৫ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ তামিম। ১ বলে ১ রান করে রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালেন। ৬৬ বলে ৩৪ রান করেন অ্যালেন। তবে ফিফটি পেয়েছেন জাওয়াদ। ৬৭ বলে মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। সবমিলিয়ে ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। টপ অর্ডার ব্যর্থতায় ৬১ রানেই ৫ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ও অভিষেক তিওয়ারি কিছুটা লড়াই করেছেন। আশিষ করেছেন ২৩ রান আর অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে কোনো রকমে একশ ছুঁয়ে অলআউট হয় নেপাল।

সম্পর্কিত খবর :