ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। লামিনে ইয়ামাল ও রাফিনিয়াদের পেছনে ফেলে প্রথমবার এই পুরস্কার জিতলেন তিনি।
সেপ্টেম্বরে চলতি বছরের ব্যালন ডি’অরও জেতেন দেম্বেলে। এছাড়া পিএসজির ঘরোয়া সব শিরোপা জয়ে এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথেও তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেম্বেলের হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয়।
পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে দেম্বেলে ছিলেন অন্যতম প্রধান নায়ক। ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, যার মধ্যে লিগ ওয়ানে তার গোল সংখ্যা ছিল ২১-এতে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন।
২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে দেম্বেলে ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে মূল নায়ক ছিলেন তিনি। ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি ৮টি গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তার পা থেকে আসে ৩৫টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট।
ঘরোয়া ফুটবলেও দেম্বেলের রাজত্ব ছিল একচ্ছত্র। পিএসজির হয়ে তিনি লিগ আঁ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন।
২০২৫ সালে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে। কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও ফাইনালে চেলসির কাছে হারতে হয় তার দলকে।