মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গত শনিবার লিওনেল মেসির সফর ঘিরে যে ব্যাপক ভাঙচুর ঘটেছে, সেই ঘটনায় পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পরে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তরফে নিশ্চত করা হয়, সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।
এর আগে গত শনিবারই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। রবিবার আদালতে তোলা হলে তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সল্ট লেক স্টেডিয়ামের ঘটনা নিয়ে মঙ্গলবার দুটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মাঠে ঢোকার মাত্র ২০ মিনিটের মধ্যেই নিরাপত্তা কর্মীরা লিওনেল মেসি, সুয়ারেজ এবং ডি'পলদের বের করে নিয়ে যায়। এরপর পুরো স্টেডিয়ামজুড়ে শুরু হয় সাধারণ মানুষের তাণ্ডব। দর্শকদের বক্তব্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে তারা দেখতেই পাননি, কারণ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসসহ বহু অনাকাঙ্ক্ষিত মানুষ তাকে ঘিরে রেখেছিলেন।