গোলবন্যার ম্যাচে সিটির বড় জয়
এফএ কাপের তৃতীয় রাউন্ডে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (১০ জানুয়ারি) এতিহাদ স্টেডিয়ামে লিগ ওয়ানের দল এক্সেটার সিটিকে ১০-১ গোলে হারিয়েছে তারা।
সিটির হয়ে ম্যাচে আটজন ভিন্ন খেলোয়াড় গোল করেন। নতুন দলে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই গোল করেন অঁতোয়ান সেমেনিও। দীর্ঘ ২০ মাস পর গোলের দেখা পান রদ্রি। রিকো লুইস করেন দুটি গোল।
এছাড়া ম্যাক্স অ্যালেইন করেন সিটির হয়ে নিজের প্রথম সিনিয়র গোল। তিজানি রেইনডার্স, নিকো ও’রাইলি ও ১৭ বছর বয়সী রায়ান ম্যাকআইডুও গোল করেন। দুটি গোল আসে এক্সেটার খেলোয়াড়দের আত্মঘাতী ভুলে।
এক্সেটার সিটির একমাত্র গোলটি করেন জর্জ বার্চ, ম্যাচের শেষ দিকে।
এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের হতাশা কাটাল ম্যানচেস্টার সিটি। সামনে কারাবাও কাপের সেমিফাইনাল রয়েছে দলটির।
এটি সিটির ইতিহাসে অন্যতম বড় জয়। ১৯৮৭ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে ১০-০ জয়ের পর এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ২০১৯ সালে বার্টনের বিপক্ষে তারা জিতেছিল ৯-০ গোলে।
এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা। তবে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে সিটি। শুরুর একাদশে ছিলেন রদ্রি ও আর্লিং হলান্ড। বোর্নমাউথ থেকে ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে দলে আসা সেমেনিওরও অভিষেক হয় এই ম্যাচে।