২৫ হাজার বেলুন উড়িয়ে পর্দা উঠল বিপিএলের
সব শঙ্কা আর কালো মেঘ দূরে ঠেলে ছোট পরিসরে উদ্বোধনীর মাধ্যমে পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব বিপিএলের।রেকর্ড ২৫ হাজার বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া ২টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় বিপিএলের উদ্বাধনী অনুষ্ঠান। এরপর কুরআন তেলোয়াত করা হয়।
পরবর্তীতে এক মিনিট নীরবতা পালন করা হয় আধিপত্য বিরোধী আন্দোলনের শহীদ শরিফ ওসমান হাদির সম্মানে। এরপর বিপিএলে রেকর্ড ২৫ হাজার বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল।
বিপিএলে প্রথমবারের মতো পোড়ানো হয় ডে লাইট ফায়ারওয়ার্কস বা আতশবাশি।
বিকেল ৩টা থেকে শুরু হয়েছে প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্স। এরপর শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে।
বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে শিল্পীরা নাচ পরিবেশন করবেন। দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। নাচের সঙ্গে গানও শোনার সুযোগ পাবেন দর্শকরা।
ফুয়াদ আল মুকতাদিরের কোরিওয়াগ্রাফি ও কম্পোজিশনে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।