Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডের নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভা

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এসেছে। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভাকে টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন নেতৃত্বে থাকা ক্রেইগ আরভিন দায়িত্ব ছেড়ে দেওয়ায় তার জায়গায় দায়িত্ব পেলেন এনগারাভা।

এক বিবৃতিতে জানানো হয়, আরভিন সরে দাঁড়ানোর পর বোর্ডের সিদ্ধান্তে টেস্ট ও ওয়ানডে-দুই সংস্করণের নেতৃত্ব একসঙ্গে দেওয়া হয়েছে এনগারাভাকে। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রায়ান বেনেট। আর টি-টোয়েন্টি সংস্করণে আগের মতোই অধিনায়ক থাকছেন সিকান্দার রাজা।

হারারেতে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ ত্রৈমাসিক সভা শেষে বোর্ড চেয়ারম্যান তাভেঙওয়া মুখুলানি বলেন, ‘গত কয়েক বছরে এনগারাভা খেলোয়াড় ও নেতা-দুই ভূমিকাতেই উল্লেখযোগ্য উন্নতি করেছে। ড্রেসিংরুমে তার প্রতি সবার আস্থা ও সম্মান রয়েছে। সব সংস্করণেই সে নিয়মিত ভালো পারফরম্যান্স দিচ্ছে। বোর্ডের বিশ্বাস, দলের নতুন অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য সে পুরোপুরি প্রস্তুত।’

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এনগারাভা জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ৯০টি টি-টোয়েন্টি। উইকেট শিকারের হিসাবেও তিনি কার্যকর-টেস্টে ২৫, ওয়ানডেতে ৭০ এবং টি-টোয়েন্টিতে ১০৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

সম্পর্কিত খবর :