Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সফর শেষে মেসি বললেন, ‘আবার ভারতে আসব’

ছবি: সংগৃহীত

কলকাতায় চরম বিশৃঙ্খলার পর হায়দরাবাদ হয়ে মুম্বাই ঘুরে সোমবার দিল্লি সফর দিয়ে শেষ হয়েছে মেসির তিন দিনের ভারত সফর। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবার দেশটিতে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে মেসি বলেন,ভারতে এই দিনগুলোতে পাওয়া ভালোবাসা ও সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি। এটি আমাদের জন্য সত্যিই সুন্দর অভিজ্ঞতা ছিল।

আর্জেন্টাইন এই মহাতারকার ভাষ্য, ‘আমরা এই ভালোবাসা হৃদয়ে ধারণ করব এবং আমরা অবশ্যই ফিরে আসব, আশা করি একদিন ম্যাচ খেলতে বা অন্য কোনো অনুষ্ঠানে, তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। আপনাদের অনেক ধন্যবাদ।’

স্থানীয় সময় বিকাল সাড়া ৪টার দিকে দুই সতীর্থকে নিয়ে আরুন জেটলি স্টেডিয়ামে পৌঁছান মেসি। স্টেডিয়ামে পৌঁছেই প্রদর্শনী ম্যাচ খেলা দুই দলের ফুটবলারদের সঙ্গে তারা করমর্দন করেন এবং ছবি তোলেন। বেশ কয়েকটি বল কিক মেরে গ্যালারিতে পাঠান মেসি-সুয়ারেসরা। তিন তারকা কিছু সময় খেলেন খুদে ফুটবলারদের সঙ্গে।

পরে তাদের মঞ্চে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার সঙ্গে ছিলেন আইসিসি প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ। মেসির হাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বাইয়ে অনুষ্ঠেয় ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকেট তুলে দেন আইসিসি প্রধান। দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাট। তিন ফুটবলারকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিও উপহার দেন জয় শাহ।

আধা ঘন্টার মতো সময় মাঠে ছিলেন মেসি। শেষ দিকে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন, কৃতজ্ঞতা জানান সবার প্রতি

গোট ইন্ডিয়া ট্যুর’-এ গত শুক্রবার রাতে কলকাতায় পৌছেঁছিলেন মেসি।

ফ্লাইট বিলম্বিত হওয়ায় মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছাতে ঘন্টাখানেক দেরি হয়েছিল তার। তবে মেসিকে এক নজর দেখতে সোমবার দুপুর থেকেই দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে অপেক্ষায় ছিলেন হাজার হাজার দর্শক। শেষ পর্যন্ত তাদের অপেক্ষা শেষ হয় ইন্টার মিয়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো দে পলকে নিয়ে মেসি যখন মাঠে ঢোকেন। ঠিক তখন উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

সম্পর্কিত খবর :