এক ওভারে পাঁচ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন ইন্দোনেশিয়া–এর পেসার গেদে প্রিয়ান্দানা। বিশ্বের প্রথম বোলার হিসেবে তিনি এক ওভারে পাঁচ উইকেট শিকার করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার। ইন্দোনেশিয়ার দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬তম ওভারে মাত্র ১ রান খরচায় (একটি ওয়াইড) পাঁচটি উইকেট তুলে নিয়ে কম্বোডিয়াকে অলআউট করে দেন তিনি।
এই ওভারে টানা তিন বলে হ্যাটট্রিকসহ মোট পাঁচ ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নারী–পুরুষ মিলিয়ে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার প্রথম নজির গড়েন প্রিয়ান্দানা।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল ১৪ বার। এবার সেই রেকর্ড ভেঙে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ হলো।