Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

কোকোকে নিয়ে আমির হামজার পুরনো বক্তব্য ভাইরাল

মুফতি আমির হামজা | সংগৃহীত
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে পুরনো এক আপত্তিকর বক্তব্যের জন্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইসলামী বক্তা মুফতি আমিরহামজা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার ওই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালে দেওয়া পুরনো বক্তব্য ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে ষড়যন্ত্রহিসেবেই দেখছেন আমির হামজা।


ফেসবুক পোস্টে আমির হামজা লিখেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুলকরায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লিখেন, ‘পুরানো বক্তব্য যারা সামনে এনে নির্বাচন-কালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন। তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুমব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেইখেন অপরাধী কে বেশি এইক্ষেত্রে!’

পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

সম্পর্কিত খবর :