রেকর্ডের পর সামান্য কমেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। বুধবার দিনের শুরুতে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে রেকর্ড গড়ার পর বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা তুলে নেওয়ায় স্বর্ণের দাম বৃদ্ধিতে কিছুটা বিরতি আসে। একই কারণে রেকর্ড উচ্চতার পর রূপা ও প্লাটিনামের দামও কিছুটা কমেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দাঁড়ায় আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ৪৭৮ ডলারে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে সামনে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলার এবং রূপার দাম ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বাড়া এবং আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়িয়েছেন।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, ‘বছরের শেষের দিকে বাজারে তারল্য কমে যাওয়ায় সাম্প্রতিক মূল্যবৃদ্ধি কিছুটা অতিরঞ্জিত হয়েছে। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের দিকে যেতে পারে।’
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি।