ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক: অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।’
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি কিন্তু সবসময় বলি যে আমাদের বাণিজ্য আর রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, আরও ১০ টাকা করে (কেজিতে) বেশি লাগবে। আমি যদি ভারত থেকে চাল প্রতিযোগিতামূলক দামে পাই তাহলে অন্যখান থেকে আনবো না। ভালো হবে, আমি চাল আনতে শুনলে তারা একটু খুশি হবে।’
এক প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সম্পর্কটায় কাজ হচ্ছে। কয়েক দিন পর জানতে পারবেন। ভারতের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা অবহিত আছেন। এত বিস্তারিত বলা যাবে না।’
দেশে ভারতবিরোধী প্রচার সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘এগুলো যারা বলছে তারা আমাদের জন্য (সম্পর্ক) জটিল করে ফেলছে। এগুলো তো আমাদের জাতীয় মনোভাব না। আপনি, আমরা কেউই চাই না। পার্শ্ববর্তী দেশের সঙ্গে, কোনো দেশের সঙ্গে এগুলো চাই না।’