আন্তর্জাতিক বাজারে ফের স্বর্ণের দামে নতুন রেকর্ড
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড উত্থান হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) এক আউন্স স্বর্ণের দাম উঠেছে ৪ হাজার ৩৯৩ ডলারে। ছুঁইছুঁই করছে ৪ হাজার ৪০০ ডলার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে বিনিয়োগের নিরাপদ এই মাধ্যমের দাম।
২০২৬ সালে সুদের হার কমানোর আভাসে আরও বাড়তে পারে এই দাম। নভেম্বর মাসেও এক আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমেছিলো।
স্বর্ণের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপার দামও। আন্তর্জাতিক বাজারে এক আউন্স রুপা বিক্রি হচ্ছে ৬৯ ডলার দরে।
ফেব্রুয়ারি মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম দশমিক নয় আট শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার চারশ ত্রিশ ডলার ত্রিশ সেন্টে পৌঁছেছে।
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাতষট্টি শতাংশ। এতে একের পর এক রেকর্ড ভেঙেছে স্বর্ণের বাজার। ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স তিন হাজার ডলার এবং পরে চার হাজার ডলার অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে, এটি হতে যাচ্ছে উনিশশো ঊনআশি সালের পর সর্বোচ্চ বার্ষিক মূল্যবৃদ্ধি।
অন্যদিকে, রুপার দাম চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে প্রায় একশ আটত্রিশ শতাংশ, যা স্বর্ণের তুলনায় অনেক বেশি। শক্তিশালী বিনিয়োগ প্রবাহ এবং দীর্ঘদিনের সরবরাহ সংকট রুপার এই বড় উত্থানের প্রধান কারণ হিসেবে কাজ করছে।