Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতির চাপ সামলাতে ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় একটি কোম্পানির মাধ্যমে এ খাদ্যপণ্য কেনা হবে, ব্যয় হবে ২১৫ কোটি টাকার মতো।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

চাল কোথা থেকে আনা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে আসবে।’ মূল্যস্ফীতি বাড়ার বিষয়ে সরকার কী করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ৫০ হাজার টন চাল আনছি তো। যত তাড়াতাড়ি পারি… হয়তো আমরা দাম কমিয়ে নিয়ে আসব।’

প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫১ দশমিক ১১ ডলার। এতে ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর :