Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

শীতেও কেন গরম রাজধানীর বাজার, কী বলছেন ক্রেতা-বিক্রেতারা?

কারওয়ান বাজার । স্টার নিউজ
একদিকে শীতের প্রকোপে কাঁপছে রাজধানীর মানুষ, অন্যদিকে নিত্যপণ্যের দামের উত্তাপ বেড়েই চলেছে। সবজি, ডিম, মুরগি, মাছ সব নিত্যপণ্যের দাম বাড়তি। শীতের প্রভাবে বাজারে সরবরহে ঘাটতি হচ্ছে, ফলে দাম বাড়ছে— এমনটাই দাবি করছে বিক্রেতারা। অন্যদিকে বাড়তি দামে পণ্য কেনায় অষন্তোষ ক্রেতাদের মাঝে। বিস্তারিত তামজীদ আহাম্মেদ-এর প্রতিবেদনে।

হিমেল হাওয়ায় যখন উত্তাপ খুঁজছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, তখন গরম রাজধানীর বাজার। নতুন বছরের শুরুতেই সবজি থেকে ডিম, মুরগি, মাছসহ দাম বেড়েছে সব নিত্যপণ্যের।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রায় সব ধরনের সবজিই গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। শীতের সবজি ফুলকপি-বাঁধা কপি গত সপ্তাহে ২০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে তা ৩০ টাকা। বেগুনের কেজি ৬০ থেকে ১০০ টাকা। টমেটো ৮০ থেকে ১২০ টাকা, শসা ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, এবং লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

কারওয়ান বাজারে যাওয়া এক সবজি বিক্রেতা স্টার নিউজকে বলেন, পুরো বাজার ঘুরেছি কিন্তু কোথাও কম নেই। আরেক ব্যক্তি বলেন, শীতের কারণে কৃষকরা ক্ষেতে নামতে পারছে না। তিনি বলছেন, গত পরশুদিন মরিচ ৫০ টাকা কেজি হলেও আজ তা ১৫০ টাকার ওপরে।

আরেক বিক্রেতা বললেন, আমরা যেসব পাইকারদের থেকে সবজি কিনি তারা বেশি চাচ্ছেন দাম। পাইকাররা বলছে, অতিরিক্ত শীতের জন্য কৃষকরা মাঠে নেমে সবজি কাটতে পারছে না।

এদিকে,সবজির দাম বাড়ায় চাপ পড়েছে ডিমের বাজারে। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা। কারওয়ান বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ও সাদা ডিম ১১০ টাকা।

ডিমের পাশাপাশি দাম কিছুটা বেড়েছে মুরগিরও। ব্রয়লার মুরগি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়, এবং সোনালি মুরগির দাম এখন ২৮০ থেকে ২৯০ টাকা।

শীতের প্রভাবে যোগানে টান পড়েছে মাছের বাজারেও। ফলে সবধরনের মাছের দাম বাড়ছে। টেংরা, দাড়কিনার মত দেশি মাছ, ও চাষের পাবদার কেজি ৬০০ থেকে ৭০০ টাকা, আকারভেদে চাষের রুই-কাতলার কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাসের কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা, এবং প্রকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত।

দাম বেশির কারণ জিজ্ঞেস করলে এক মাছ ব্যবসায়ী একই ধরনের কথা বলেন। তিনি বলেন, শীতের তীব্রতা বেশি হওয়ায় জেলেরা পানিতে নামতে পারছে না। এছাড়া নদীতে মাছ কম উঠছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে এবং আমদানি করা পেঁয়াজ বাজারে কম থাকায়, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

সম্পর্কিত খবর :