এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে যুক্ত হলো বিজিএমইএর ই-ইউডি
আন্তর্জাতিক কাস্টমস ব্যাবস্থাপনা সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়েছে বিজিএমইএ এর অনলাইন সেবা ইউনাইটেড ইউটিলাইজেশন ডিক্লিয়ারেশন (ই-ইউডি)।
রোববার (১১ জানুয়ারি) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সেবা চালুর কথা বলা হয়েছে।
এনবিআর বলছে, এতে ডকুমেন্টস যাচাই প্রক্রিয়া সহজ হবে, আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।
ইউডি হচ্ছে তৈরি পোশাক খাতের জন্য শুল্কায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য কোম্পানিগুলোকে দিয়ে থাকে।
সব শুল্ক বন্দর থেকে আমদানিযোগ্য কাঁচামাল খালাস, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনাসহ অন্যান্য সরকারি সেবা পেতে ইউডি লাগে।
বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে ইউডি যাচাই করা হয়। এজন্য বিজিএমইএর ওপর নির্ভরশীল থাকতে হয়। এ কারণে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় খালাস প্রক্রিয়া দেরি হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে নানাবিধ বাধার মুখে পড়তে হত সংশ্ষ্টিদের।
এনবিআর বলছে, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগপোযোগী করা, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও রপ্তানি করা পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এটি করা হয়েছে।