Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেকর্ড মূল্য, আউন্সপ্রতি সাড়ে ৪ হাজার ডলার

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে সাড়ে ৪ হাজার ডলারে উঠে এসেছে এক আউন্স স্বর্ণের দাম। বুধবার (২৪ ডিসেম্বর) এখন পর্যন্ত এক আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৪৭০ থেকে ৪৫২০ ডলারে। ডিসেম্বরের মাঝামাঝি সময়েও এক আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ৪ হাজার ৩০০ ডলারে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৮০০ ডলারে ওপরে বেড়েছে এক আউন্স স্বর্ণের দাম।

একই দিনে রুপা ও প্লাটিনামও সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছায়। নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের বাড়তি ঝোঁক এবং আগামী বছর যুক্তরাষ্ট্রের সুদের হার আরও কমতে পারে-এমন প্রত্যাশার কারণেই এই উল্লম্ফন দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্পট মার্কেটে সোনার দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৪৯২.৫১ ডলারে দাঁড়ায়, যা সেশনের একপর্যায়ে রেকর্ড ৪,৫২৫.১৯ ডলার স্পর্শ করে। অন্যদিকে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার্স ০.৩ শতাংশ বেড়ে রেকর্ড ৪,৫২০.৬০ ডলারে পৌঁছায়।

রুপার দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২.২৭ ডলার হয়, এর আগে এটি সর্বকালের সর্বোচ্চ ৭২.৭০ ডলার ছুঁয়েছিল। প্লাটিনামের দাম একদিনেই ৩.৩ শতাংশ লাফিয়ে ২,৩৫১.০৫ ডলারে ওঠে এবং সেশনের মধ্যে ঐতিহাসিক সর্বোচ্চ ২,৩৭৭.৫০ ডলার পর্যন্ত পৌঁছায়।


সম্পর্কিত খবর :