Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ভরিতে সর্বোচ্চ ১০৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে দুই লাখ ২৬,৮০৬ টাকায় দাঁড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬,৮০৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬,৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫,৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ দাম এক লাখ ৫৪,৬৬৫ টাকা।

স্বর্ণের দাম ভালো অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,৯২৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫,৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩,৬৩৯ টাকা।

সম্পর্কিত খবর :