Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

খামেনিকে 'অসুস্থ লোক' বললেন ট্রাম্প

বাঁ দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা | সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাআয়াতুল্লাহ আল খামেনিকে 'অসুস্থ ব্যক্তি' হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে তিনি ইরানে খামেনির নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব খোঁজারও আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় খামেমির উদ্দেশে তিনি এ কথা বলেন। বিক্ষোভে হাজার হাজার মৃত্যুর জন্য ডোনাল্ড ট্রাপকে দায়ী করার পরই মূলত এমন প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানে নতুন নেতৃত্বের দিকে তাকানোর সময় এসেছে এমন মন্তব্য করে ট্রাম্প বলেন,'বর্তমান শাসকগোষ্ঠী ভয়, দমন-পীড়ন ও সহিংসতার ওপর ভর করেই দেশ শাসন করছে'।

খামেনিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 'একজন দেশের নেতা হিসেবে তিনি নিজের দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এবং এমন মাত্রায় সহিংসতা করছেন, যা আগে কখনও দেখা যায়নি।'

নিজের শাসনব্যবস্থার সঙ্গে তুলনা টেনে ট্রাম্প আরও বলেন, 'একটি দেশ চালাতে হলে সেটি সঠিকভাবে চালাতে হয়— যেমনটা আমি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে করি। ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো নেতৃত্ব হতে পারে না'।

ট্রাম্পের ভাষায়,নেতৃত্ব মানে সম্মান, ভয় আর মৃত্যুর রাজনীতি নয়তিনি আরও বলেন, 'এই মানুষটি একজন অসুস্থ মানুষ। তার উচিত নিজের দেশ ঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা'।

ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, 'খারাপ নেতৃত্বের কারণে ইরান এখন পৃথিবীর সবচেয়ে বাজে জায়গাগুলোর একটি, যেখানে বসবাস করা সবচেয়ে কষ্টকর'।ট্রাম্পের এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর :