ভোটের প্রচারণায় আসিনি, এসেছি গণভোটের বিষয়ে কথা বলতে: সুপ্রদীপ চাকমা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, 'আমি ভোটের প্রচারণায় আসিনি। এসেছি গণভোটের বিষয়ে কথা বলতে। গণভোট সরকারের এবং আপনার নিজের, এটা আপনার চাবি। গণভোট শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটি রাষ্ট্রের চিন্তা। আমরা রাষ্ট্রকে কীভাবে দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এই প্রশ্নের উত্তরই হচ্ছে এই গণভোট।'
তিনি বলেন, 'এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে জনগণকেই। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণভোটে আপনারা অন্যদের উৎসাহিত করুন, নিজেরাও উৎসাহিত হন। তাহলেই একটি সুন্দর ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে।'
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, 'এবারের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বডি অন ক্যামেরা থাকবে। সব কিছু রেকর্ড করা হবে। দয়া করে কেউ অনিয়মে জড়াবেন না।'
তিনি আরও বলেন, '‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দেওয়া হচ্ছে। তারা যেন এই চাবি ব্যবহার করে দেশ ও জাতিকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করতে পারে, এটাই আমাদের চিন্তা এবং আমরা সেটাই এগিয়ে নিতে যাচ্ছি।'
তিনি বলেন, 'আমরা ইতিবাচক পরিবর্তন চাই। তাই গণভোটে ‘হ্যাঁ’ বলার পক্ষে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। রাষ্ট্র বিনির্মাণে এটি আমাদের সম্মিলিত দায়িত্ব।'
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা।
সভায় বক্তারা বলেন, দুর্গম ও পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ এখনো ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি পুরোপুরি বুঝতে পারেননি। বিশেষ করে নিরক্ষর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে আরও জোরালো প্রচারণা প্রয়োজন।
এর আগে, সকাল ১০টায় মাগুরা সদর উপজেলা প্রাঙ্গণ থেকে ‘গণভোট ২০২৬’, ‘সংসদ নির্বাচন’ ও ‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগান সংবলিত গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।