Search

Search

▶ Live TV

রাঙ্গামাটি ২৯৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

এডভোকেট মোখতার আহম্মদ | ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ জোটগত সিদ্ধান্তের আলোকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

জানা গেছে, ১১ দলীয় জোটের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি ২৯৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিককে জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। জোটের এই সিদ্ধান্তের প্রতি সম্মানজানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ তার প্রার্থিতা প্রত্যাহার করেন।

রাঙামাটি-২৯৯ নং আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের গৃহীত মনোনয়ন ছিল ৮ জন প্রার্থীর। যার মধ্যে ৭ জন রাজনৈতিক এবং ১ জন স্বতন্ত্র। আজমনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোখতার আহম্মদ সশরীরে আমার কার্যালয়ে এসে মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

বর্তমানে ২৯৯ নং আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিশের আবু বক্করসিদ্দিক, ইসলামী আন্দোলনের মুহাম্মদ জসীম উদ্দিন, গণ-অধিকার পরিষদের এম এ বাশার, জাতীয় পার্টির অশোক তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

সম্পর্কিত খবর :