Search

Search

▶ Live TV

তিনটা ভোটও নাই বড় গলায় বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের ২৩ দিন বাকি আছে। এখন অনেকে বলে নির্বাচন হবে না, বাধা দেব। ভেতরে–ভেতরে খবর নিয়ে দেখেন-ওদের তিনটা ভোটও নাই। বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। তো ভাই, হোক নির্বাচন। দেখা যাক, কে কতটা ভোট পায়।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইডিডিবিতে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। বিএনপি নির্বাচন চায় এবং জনগণের রায়ের ওপর আস্থা রাখে। জনগণ চাইলে আমরা সরকার গঠন করব, না চাইলে বিরোধী দলে থাকবো।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ২০২২ সালেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। আজ যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, তার অধিকাংশই আমাদের প্রস্তাবনায় ছিল।’

ধর্ম নিয়ে বিভ্রান্তিকর রাজনীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ধর্মে বিশ্বাসী দল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সংযোজন করেছিলেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার কথা ঘোষণা করেছিলেন।’

তিনি বলেন, ‘শহিদ জিয়ার সবচেয়ে বড় অবদান হলো- বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে জাতিকে একটি আলাদা পরিচয় দেয়া। পৃথিবীতে বাঙালি জাতি অন্যত্রও আছে, কিন্তু এ ভূখণ্ডের মানুষের পরিচয় তিনি বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।’

তিনি বলেন, ‘তারেক রহমান দেশে ফিরে এলে বিপুল জনসমাগমের মাধ্যমে জনগণ তাকে স্বাগত জানিয়েছে। মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান প্রথমেই বলেছিলেন, আমার একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো জনগণের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং দেশে শান্তি ও সৌহার্দ্যের সংস্কৃতি প্রতিষ্ঠা করা।’

মির্জা ফখরুল বলেন, ‘একদিকে একটি পক্ষ শুধু হুমকি, হত্যা ও দমন-পীড়নের ভাষা ব্যবহার করে, অন্যদিকে আমাদের নেতা জনগণের জন্য পরিকল্পনার কথা বলেন- এটাই পার্থক্য।’

সহনশীলতার বিষয়ে খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘৫ আগস্টের পর যখন দেশ অস্থিরতার আশঙ্কায় ছিল, তখন তিনি প্রতিহিংসা নয়, ভালোবাসার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :