কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা
প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৭ এর বিচারক মো. নিজাম উদ্দিন এ আদেশ দেন।
এর আগে বিকেলে আদালতে তোলা হয় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে। মঙ্গলবার মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৯১টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় ২৬৩ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৮৩ টি সাজা পরোয়ানা এবং ১৮০ টি সিআর পরোয়ানা রয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০ টি সাজা পরোয়ানা এবং ৯৮টি সিআর পরোয়ানা রয়েছে।