‘স্টার নিউজ’র আনুষ্ঠানিক যাত্রায় ডিআরইউয়ের শুভেচ্ছা
দেশের নতুন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম ‘স্টার নিউজ’‑এর আনুষ্ঠানিক যাত্রা শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের গণমাধ্যমে নতুন এই সংযোজন একটি উল্লেখযোগ্য ইতিবাচক উদ্যোগ, যা মানসম্মত, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
ডিআরইউ প্রত্যাশা করে, স্টার নিউজ তার সংবাদ পরিবেশনে সর্বদা বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং সত্যনিষ্ঠা বজায় রাখবে। সংবাদমাধ্যমটি শুধুমাত্র তথ্য পরিবেশনেই সীমাবদ্ধ থাকবেনা, বরং মানবাধিকার সংরক্ষণ, গণতন্ত্রের মানোন্নয়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজে সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এবং জনগণকে সচেতন ও স্বচ্ছ নীতি গ্রহণের পথে অনুপ্রাণিত করে।
ডিআরইউ আশা করে, স্টার নিউজ এই গুরুত্বপূর্ণ সামাজিক এবং নৈতিক ভূমিকা যথাযথভাবে পালন করবে এবং দেশের গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ডিআরইউর পক্ষ থেকে স্টার নিউজের সংশ্লিষ্ট সব সদস্য, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভকামনা রইলো।