Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চরম অনিশ্চয়তার সময় পার করছে বিশ্ব: ড. ইউনূস

বিশ্ব বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে বৈশ্বিক আস্থা হুমকির মুখে। জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’-এর উদ্বোধনী অধিবেশনে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অধ্যাপক ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।\

আজ বৃহস্পতিবার ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত ফোরামের ৩০তম আসরে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, “বৈশ্বিক আস্থা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জাতির মধ্যে, সমাজের অভ্যন্তরে, এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও আস্থার সংকট দেখা দিয়েছে।”

‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতায় ইউনূস বলেন, “বিশ্ব এক অস্থির সময় অতিক্রম করছে। শান্তি ধ্বংস হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা প্রতিনিয়ত অনিশ্চিত হয়ে পড়ছে।”

তিনি বলেন, “এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে, শান্তির প্রত্যাশা দূরে সরে যাচ্ছে। ইউক্রেন, গাজা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প দেশটির মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে।”

তিনি উল্লেখ করেন, “আমাদের দুই প্রতিবেশীর মধ্যে সম্প্রতি এক সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। দুঃখজনকভাবে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে অস্ত্র ও সংঘর্ষে, অথচ লাখ লাখ মানুষ ন্যূনতম প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে।”

প্রধান উপদেষ্টা ইউনূস যুদ্ধবিরতির জন্য সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, সহাবস্থান ও স্থিতিশীলতার আশা ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অন্যদিকে প্রযুক্তির দ্রুত উন্নয়ন নানা প্রতিশ্রুতি দিলেও নতুন নতুন নৈতিক প্রশ্ন তুলে ধরছে।”

অর্থনৈতিক প্রসঙ্গ তুলে ধরে ইউনূস বলেন, “বাণিজ্যিক বিধিনিষেধ বেড়ে যাওয়ায় মুক্ত বাজারব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সমাজে আর্থিক বৈষম্য বেড়েই চলেছে।”


সম্পর্কিত খবর :