Search

Search

▶ Live TV

ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’

শাহরিয়ার তানভীর | ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে এক ছাত্রদল কর্মী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নাম শাহরিয়ার তানভীর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক নানা বিষয়ে কষ্টের কথা তুলে ধরেন।

লাইভ শেষ করার কিছুক্ষণ পর বিষপান করেন শাহরিয়ার তানভীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার তানভীর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়ার ছোট ভাই।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই মানসিক টানাপড়েনে ভুগছিলেন শাহরিয়ার তানভীর। এরই ধারাবাহিকতায় তিনি ফেসবুক লাইভে এসে দলের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরে নিজের কষ্ট প্রকাশ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে।

এ বিষয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, ‘তানভীর আমাদের ছাত্রদলের কর্মী ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেটি এখনও স্পষ্ট নয়।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ছাত্রদল কর্মী তানভীর বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর :