Search

Search

▶ Live TV

গোপালগঞ্জের তিনটি আসন থেকে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত ২৭ জন

ছবি: স্টার নিউজ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার তিনটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

তবে গোপালগঞ্জ-২ আসনের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই বিদ্রোহী প্রার্থীকে নিয়েই নির্বাচনে ভোট যুদ্ধে নামতে হচ্ছে বিএনপির প্রার্থীকে।

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসন থেকে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। গোপালগঞ্জ–২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে কোনো প্রার্থী প্রত্যাহার না করায় প্রার্থী রয়েছেন ১১ জন এবং গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আটজন প্রার্থী চূড়ান্ত তালিকায় আছেন।

গোপালগঞ্জ-১ আসন: এ আসন থেকে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, জনতার দলের মো. জাকির হোসেন, এবি পার্টির প্রিন্স আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম।

এ আসনে প্রার্থী থাকলেন: বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান ও স্বতন্ত্র প্রার্থী কাইউম আলী খান।

গোপালগঞ্জ-২ আসন: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ আসন থেকে কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে দুই বিএনপির বিদ্রোহী প্রার্থীকে নিয়েই ভোট যুদ্ধে নামতে হচ্ছে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরকে। ফলে এ আসনে বিএনপির ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে।

এ আসনের প্রার্থীরা হলেন- বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তসলিম হুসাইন শিকদার, জাকের পার্টির অ্যাভোকেট মাহমুদ হাসান, গণফোরামের শাহ মফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা, স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজ ও স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস।

গোপালগঞ্জ-৩ আসন: এ আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির মো. আরিফুল দাড়িয়া ও খেলাফত মজলিসের আলী আহমেদ।

এ আসনের প্রার্থী থাকলেন- বিএনপির এস এম জিলানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, এনপিপির শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এ্যাভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ ও গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস।

সব মিলিয়ে শেষ সময় পর্যন্ত তিনটি আসন থেকে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের চূড়ান্ত চিত্র স্পষ্ট হলো।

সম্পর্কিত খবর :