চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাঈনউদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের হুমকি ধামকি দিতো অভিযুক্ত জসিম উদ্দিন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান আহতদের পরিবার।
আহত দুই শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন।