প্রায় ২১ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান
দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি (রোববার) চট্টগ্রাম আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ওইদিন সন্ধ্যায় তিনি নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, সফরটি পুরোপুরি অরাজনৈতিক। চট্টগ্রামে আসলেও তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৮ জানুয়ারি বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়ক পথে চট্টগ্রামে আসবেন। তবে কোনো পথসভা বা বক্তব্যের পরিকল্পনা নেই।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, ‘দীর্ঘ সময় পর আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামে আসবেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, দোয়া মাহফিল শেষে ওইদিন রাতে তারেক রহমানের চট্টগ্রামে রাত্রিযাপন করার কথা রয়েছে।
এর আগে তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন।