নেত্রকোণা-৪ আসন
বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা
নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন।
এবার নেত্রকোণা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়াও অপর দুই নারী প্রার্থী হলেন—সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া এ আসনে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।