Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৭ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ফে‌রি চলাচল শুরু

স্টার নিউজ

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা ব‌ন্ধের পর দৌল‌তদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইড‌ব্লিউ‌টি‌সি) দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন।

এর আগে রাত আড়াইটা থে‌কে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন চালক ও যা‌ত্রীরা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, মধ‌্য রাত থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। ‌রাত আড়াইটার সময় নদী পথ অস্পষ্ট হ‌য়ে যায়। সে সময় নৌ দুর্ঘটনা এড়া‌তে এই নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ‌কিছু যানবাহন পা‌রের অপেক্ষায় থা‌কে। শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়। ঘা‌টে আট‌কে থাকা যানবাহনগু‌লো দ্রুত পারাপা‌রের চেষ্টা চল‌ছে। দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ছোট-বড় মি‌লে ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে।

সম্পর্কিত খবর :