Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেওয়া বক্তব্য সম্পাদনা নিয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি নিউজ। ট্রাম্প তার দুটি দাবির প্রতিটির জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলার মূল বিষয় ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওইদিন ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প প্রথমে বলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।’

পরে প্রায় ৫০ মিনিট পর তিনি বলেন, ‘আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।’

তবে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, ট্রাম্প বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।’

ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃত ও প্রতারণামূলকভাবে বক্তব্য সম্পাদনা করে ট্রাম্পকে সহিংসতার আহ্বানকারী হিসেবে উপস্থাপন করেছে। ট্রাম্প নিজেও অভিযোগ করে বলেন, তার বক্তব্য পরিবর্তন করে জনগণের সামনে ভুলভাবে তুলে ধরা হয়েছে।

এ ঘটনায় বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে যে ওই সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। তবে ক্ষতিপূরণের দাবি নাকচ করে দিয়ে বিবিসির দাবি, মানহানির অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই।

এর আগে এই বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। এরপরও ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বিবিসিকে ‘বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান’ বলে আখ্যা দেন।

সম্পর্কিত খবর :