পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১
পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ধসে পড়েছে স্থানীয় ঘরবাড়ি।
সোমবার (১৯ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় কর্তৃপক্ষ ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, ভূকম্পের আঘাতে বেশ কয়েকটি বসতঘর ধসে পড়েছে।
ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাবে উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাদেশিক তথ্যমন্ত্রী গুলাম আব্বাস জানান, ওই অঞ্চলের বেশ কয়েকটি কাঁচা ঘর ধসে পড়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাহাড় থেকে বড় বড় পাথর ধসে পড়ে কয়েকটি সংযোগ সড়ক ও একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, সড়কগুলো দ্রুত পরিষ্কার করতে সরকারিভাবে ভারি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় কর্তৃপক্ষ ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, ভূকম্পের আঘাতে বেশ কয়েকটি বসতঘর ধসে পড়েছে।
ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাবে উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাদেশিক তথ্যমন্ত্রী গুলাম আব্বাস জানান, ওই অঞ্চলের বেশ কয়েকটি কাঁচা ঘর ধসে পড়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাহাড় থেকে বড় বড় পাথর ধসে পড়ে কয়েকটি সংযোগ সড়ক ও একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, সড়কগুলো দ্রুত পরিষ্কার করতে সরকারিভাবে ভারি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।