তারেক রহমানের ছবিতে ঢাকা শহর ছেয়ে গেলেও ইসি ব্যবস্থা নেয়নি: নাহিদ
ইঞ্জিনিয়ারিং ইলেকশন করার যদি কোনো পরিকল্পনা থাকে, সেটি সফল হবে না; ভেস্তে যাবে৷ এবার নির্বাচন হবে ১৯৯১ এর মতো — এমনটাই মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'আগের ৩ নির্বাচনের মত পাতানো নির্বাচন মেনে নেবে না জনগণ'। দলের দুই শীর্ষ নেতাকে নির্বাচন কমিশনের শোকজ প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে ঢাকা শহর ছেয়ে গেলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি'। খালেদা জিয়ার শোকসভার আড়ালে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।
তিনি আরও বলেন, 'ইলেকশন কমিশন সবার আস্থা অর্জন না করতে পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে প্রত্যাশা করবো? ইলেকশন কমিশন যদি মনে করে দেশে একটাই দল তাহলে তারা ভুল ভেবেছে। ইসি এমন করতে থাকলে, আমরা মাঠে নামতে বাধ্য হব'।
তিনি বলেন, 'এসব বিষয় নির্বাচন কমিশন দেখেও দেখে না'। এদিকে বিএনপির চাপেই দ্বৈত নাগরিকত্ব থাকা ও ঋণ খেলাপীদের নির্বাচন কমিশন প্রার্থীতার বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলামকে করা ইসির শোকজকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।