আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান বৈষম্যবিরোধী নেতাকর্মীদের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তুলে গাইবান্ধায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধায় ইনডোর স্টেডিয়ামে মতবিনিময় শেষে বেরিয়ে যাওয়ার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
এর আগে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ ‘জুলাই যোদ্ধারা’ তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরু থেকেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তপ্ত ছিল সভাস্থল। উপস্থিত জুলাইযোদ্ধারা বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য শুরু করলে পরিবেশ কিছুটা শান্ত হয় এবং আন্দোলনকারীরা বসে পড়েন।
বক্তব্য চলাকালীন সময়ে দুই ব্যক্তি হাদি হত্যার বিচারের দাবি সম্বলিত ফেস্টুন হাতে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ড. আসিফ নজরুল তাদের সঙ্গে পরে একান্তে কথা বলার প্রস্তাব দেন। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে জনসম্মুখে বা প্রকাশ্যে কথা বলার দাবি জানান।
এক পর্যায়ে উপদেষ্টা হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আশ্বাস দিয়ে দ্রুত সভাস্থল ত্যাগ করতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জুলাই যোদ্ধারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।
উপদেষ্টা আসিফ নজরুল সভাস্থল ত্যাগ করার সময়ও আন্দোলনকারীরা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা অনতিবিলম্বে শরিফ ওসমান হাদির খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।