নির্বাচনে দ্বৈত নাগরিকদের বৈধতা দেওয়া ঠিক হবে না: ডা. তাহের
আসন্ন নির্বাচনে ঋণ খেলাপী ও দ্বৈত নাগরিকদের প্রার্থীতা বৈধ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতিত্বমূলক ছিলো। গতকালও (রোববার) সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। যদি সেটির পরিবর্তন না হয়, জামায়াত শক্ত অবস্থানে যাবে। ২০০৮ সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না। ভোটের বিকল্প নেই, কিন্তু তা সুষ্ঠু না হলে পরিণাম ভোগ করতে হবে৷
মোহাম্মদ তাহের বলেন, একটি বাদে ইসলামী সব দলই আছে জামায়াতের সঙ্গে৷ ইসলামপন্থী ভোট একই বক্সেই পরবে। দল আলাদা হলেও ভোট একই থাকবে।
তিনি বলেন, জামায়াতের ইশতিহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এক নম্বর লক্ষ্য। এরপর গুড গভার্ন্যান্স, যুব কর্মসংস্থান, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশি বিনিয়োগ নিরাপত্তা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকছে।