Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

ঢাকা-১৯ আসন

এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন | ছবি: স্টার নিউজ
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা ও স্থানীয়রা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় হাতে হাত ধরে সাভার ও আশুলিয়ার প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা ঢাকা-১৯ আসনের এনসিপি মনোনীত প্রার্থী দিলশান পারুলকে আওয়ামী লীগের দোসর, ইসলাম বিদ্বেষী ও শাহাবাগী নেত্রী আখ্যা দিয়ে তার প্রার্থীতা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন আশুলিয়া ভয়েস অফ জুলাই এর আহ্বায়ক মো. মোস্তফা কামাল মুকুলসহ অন্যান্যরা।

ঢাকা-১৯ আসনের এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়নপত্র অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঢাকা-১৯ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যার বিরুদ্ধে শাহাবাগী ও ইসলাম বিদ্বেষীসহ বিভিন্ন বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে। তাদের মতে, এ ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়ায় জনমনে নেতিবাচক বার্তা যাচ্ছে। অবিলম্বে তার মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধের কঠোর হুশিয়ারি দেন বক্তারা।

সম্পর্কিত খবর :