চট্টগ্রামে ‘অভিযানের সময় হামলা’, র্যাব সদস্য নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে ‘স্থানীয় সন্ত্রাসীদের হামলায়’ এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে র্যাব-৭ জানিয়েছে।
নিহত আবদুল মোতালেব র্যাব-৭ এর উপসহকারী পরিচালক।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টার দিকে জঙ্গল ছলিমপুরে র্যাব-৭ অভিযানে যায়। সেসময় ‘স্থানীয় সন্ত্রাসীরা’ র্যাব সদস্যদের ওপর ‘অতর্কিত হামলা’ চালায়।
এতে র্যাবের ৪ সদস্য গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য ৩ র্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।